ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ সিটির অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজারকে চাকরিচ্যুত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৫ ডিসেম্বর ২০২৩  
দক্ষিণ সিটির অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজারকে চাকরিচ্যুত

হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত ১২ লাখ ৪০ হাজার টাকা করপোরেশনের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর রেভিনিউ সুপারভাইজার উপল দে-কে চাকুরিচ্যুত করা হয়েছে। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে সোমবার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, সোমবার তার এই জালিয়াতি ধরা পড়ে এবং গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টায় ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। আনুমানিক রাত ১০টায় উপল দে-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ পুলিশ উপল দে-কে আদালতে উপস্থাপন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়