ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলকারীরা ন্যায়বিচার পাবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৩, ৮ ডিসেম্বর ২০২৩
‘রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলকারীরা ন্যায়বিচার পাবেন’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আপিল করছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল কার্যক্রমের চতুর্থ দিনে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে যেসব আপিল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল।

আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করা যাবে। সেটা অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

অশোক কুমার দেবনাথ আরও বলেন, সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়নপত্র জমা দিতে না পারেন; তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নির্দেশনা দেন, তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সে ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়