ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী 

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১৩ মার্চ ২০২৪   আপডেট: ২১:৩৫, ১৩ মার্চ ২০২৪
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ অতিথিরা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে।

বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে আয়োজিত ‘এমপাওয়ারিং ফিউচার: ইনভেস্ট ইন উইমেন টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে তিনি এ কথা বলেন।

আগামী ১০ বছরের মধ্যে প্রান্তিক পর্যায়সহ সকল স্তরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন হাছান মাহমুদ। তিনি বলেন, নৈতিকতাসমৃদ্ধ নতুন প্রজন্ম গড়তে জ্ঞানের দিক থেকে এবং অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন করতে হবে। তাদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এতে খুব শিগগিরই আমরা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারব। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের সভাপতি নাসিম ফেরদৌস। আলোচনায় অংশ নেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন।  

স্বাগত বক্তব্য দেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব। 

উপস্থিত ছিলেন—বিবি প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা বিবি রাসেল, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

হারুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়