ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

শেষ সময়ে স্বস্তির যাত্রা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১০ এপ্রিল ২০২৪  
শেষ সময়ে স্বস্তির যাত্রা, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎস ঈদুল ফিতর। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানীবাসী ফিরছেন নাড়ির টানে। এবারের ঈদে ধাপে ধাপে ছুটি থাকায় অনেকে রাজধানী ছেড়েছেন আগেভাগে। এ কারণে পরিবহনে যাত্রীর চাপ অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম। শেষ সময়ে যারা ঢাকা ছাড়ছেন তাদের যাত্রাও স্বস্তিদায়ক। তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর গুলিস্তান ঘুরে এমন চিত্রই দেখা দেখা গেছে।

সরেজমিনে ফুলবাড়িয়া সুপার মার্কেটের পাশে দেখা যায়, সারি সারি লাইনে দাঁড়িয়ে আছে পরিবহনগুলো। এসব পরিবহন বরিশাল, মাদারীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায়। ডাকাডাকি করেও যাত্রী মিলছে না। তবুও বাড়তি ভাড়া নিচ্ছে তারা। কারণ হিসেবে বলছেন, এমনিতেই যাত্রী কম। তারপর আবার আসার সময় খালি গাড়ি নিয়ে আসতে হয়। এজন্য বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

জানা গেছে, পাচ্চরগামী ইলিশ পরিবহন ৩০ টাকা বাড়িয়ে নিচ্ছে ১৫০। বরিশালগামী ইলিশ পরিবহন ৪৫০ টাকার ভাড়া নিচ্ছে ৬০০। তবে সবচেয়ে বেশি যাত্রীদের ‘পকেট কাটছে’ মাদারীপুরের শিবচরগামী আনন্দ এক্সপ্রেস। তারা ২৫০ টাকার ভাড়া নিচ্ছে ৫০০।

আরাম পরিবহনের আল-আমিন ও অপু জানান, যাত্রী নেই। ঈদের আগে কয়েকজন লোক কাজ করছি। আসার সময় খালি ফিরে আসতে হয়। এজন্য বাড়তি ভাড়া নিতে হচ্ছে।

রহমত আলী নামে এক যাত্রী বলেন, ঈদের আগে আমরা তো তাদের কাছে জিম্মি। যা ইচ্ছে ভাড়া নেয়। দেখার কেউ নেই। বাড়তি ভাড়া দিয়েই যেতে হয়।

মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়