ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

আড়াই কোটির নেকলেস, হাই-হিল পরে আলোচনায় রণবীর সিং

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৯ মে ২০২৪  
আড়াই কোটির নেকলেস, হাই-হিল পরে আলোচনায় রণবীর সিং

হাল ফ্যাশনে বরাবরই এগিয়ে থাকেন বলিউড অভিনেতা রণবীর সিং। বিচিত্র সব সাজপোশাকে জনসম্মুখে এসে বহুবার আলোচনার জন্ম দিয়েছেন। এবার হাই-হিল আর কোটি টাকার নেকলেস পরা আত্মবিশ্বাসী রণবীরকে দেখলেন দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, রণবীরের পরনে সাদা রঙের সাটিন শার্ট, ম্যাচিং ট্রাউজার। রং মিলিয়ে পায়ে পরেছেন হাই-হিল, গলায় নেকলেস। এমন লুকে রণবীরকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

দ্য ফ্রি প্রেস জার্নালের তথ্য অনুসারে, মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর সিং। তার গলার নেকলেসটি ডায়মন্ডের তৈরি। টিফানি নেকলেসটির মূল্য ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এ দম্পতি বেবিমুন কাটাতে দীর্ঘদিন বিদেশে ছিলেন। গতকাল মুম্বাইয়ে ফিরেন এই যুগল। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সন্তানের মুখ দেখবেন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়