ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

উপজেলা নির্বাচন

পাংশায় সাইফুল ইসলাম, কালুখালীতে আলিউজ্জামান বিজয়ী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৯ মে ২০২৪   আপডেট: ১২:০০, ৯ মে ২০২৪
পাংশায় সাইফুল ইসলাম, কালুখালীতে আলিউজ্জামান বিজয়ী

সাইফুল ইসলাম (বামে), আলিউজ্জামান (ডানে)। ফাইল ফটো।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম বুড়ো। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯২ ভোট।

এদিকে, কালুখালী উপজেলায় পুনরায় আলিউজ্জান টিটো বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৫৮৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৬৭ ভোট।

বুধবার (৮ মে) রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেলার দুটি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রের ফলাফল কেন্দ্রীয়ভাবে মিলিয়ে ঘোষণা করা হয়েছে।

পাংশা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে সাইফুল মোর্শেদ রিংকু। তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৩৫ ভোট। অপরদিকে কালুখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে মাহমুদ হাসান সুমন। তিনি পেয়েছেন ২০ হাজার ৯৫৫ ভোট।

সুকান্ত/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়