চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩১, ২০ মে ২০২৪
আপডেট: ১২:৩৪, ২০ মে ২০২৪
ফাইল ফটো
ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে রিয়াজ ফকির (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী।
নিহত রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে রিয়াজ ফকিরকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে তিনি নিহত হন।
ওসি মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অলোক/কেআই