ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৮ মে ২০২৪   আপডেট: ২১:১৬, ৮ মে ২০২৪
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। 

বুধবার (৮ মে) সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। 

এ সময় বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক রকিবুল হক।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি দি‌ল্লির কোনো প্রতি‌নি‌ধির প্রথম ঢাকা সফর।

ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কোয়াত্রা। আশা করা হচ্ছে, সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেবেন ভারতের পররাষ্ট্র সচিব।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন কোয়াত্রা।

মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফরসহ দুই দে‌শের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার কথা রয়েছে। 

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ