ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

ছয় মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:০৩, ২৫ এপ্রিল ২০২৪
ছয় মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন 

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায়

রাজধানীর পল্টন থানার চারটি ও রমনা থানার দুটি নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার এই ছয় মামলায় জামিন মঞ্জুর করেন। 

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গয়েশ্বর চন্দ্র রায় নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় এ ছয়টি মামলা দায়ের করা হয়। 

এদিকে, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জামিন নিতে এদিন একই আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুনানি শেষে আদালত তারও জামিন মঞ্জুর করেন। 

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়