ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষ‌ণে সহায়তা কর‌বে ফ্রান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৩ মে ২০২৪   আপডেট: ১৪:৫৩, ১৩ মে ২০২৪
বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষ‌ণে সহায়তা কর‌বে ফ্রান্স

বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ দিতে সহায়তা কর‌বে ফ্রান্স সরকার।

সোমবার (১৩ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এর স‌ঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুইয়ে এ কথা বলেন।

আরো পড়ুন:

এর আগে ফ্রান্সের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের স‌ঙ্গে তার কার্যাল‌য়ে সাক্ষাৎ ক‌রেন।

এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধে প্রযুক্তি জ্ঞান বিনিময় ছাড়াও যন্ত্র স্থাপন, বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ দিতে সহায়তা করবে তার দে‌শের সরকার।

এ সময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সরকার কাজ করে যাচ্ছে।

তি‌নি বলেন, সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করাসহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

‘বজ্র নিরোধক প্রযুক্তি সুলভ ও ব্যাপকভিত্তিক করতে গবেষণা এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে ব‌লেও জানান প্রতিমন্ত্রী।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়