ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাইট টক বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ৩১ মে ২০২৪  
রাইট টক বাংলাদেশের উদ্যোগে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা কর্মসূচি

সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেল ৪টায় মাজেদ সরদার রোডে এ কর্মসূচি উদ্বোধন করেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. আউয়াল হোসেন।   

‘জমা পানির ক্ষমা নেই, প্রতিদিনের জমা পানি ফেলে দিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির প্রথম দিনে ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসাধারণকে সচেতন করেন রাইট টক বাংলাদেশের সদস্যরা। 

হাজী মো. আউয়াল হোসেন বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। সেজন্য প্রত্যেক নাগরিককে বাসা পরিষ্কার রাখার বিকল্প নেই। চিপসের প্যাকেট, পলিথিন ও টবে জমে থাকা পানি প্রতিদিন ফেলে দিতে হবে। নাগরিকরা সচেতন থাকলে ডেঙ্গু থেকে রেহাই পাওয়া সম্ভব। 

রাইট টক বাংলাদেশের এ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন তাওহীদসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি। 

রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন তাওহীদ বলেন, মানবতার সেবা এবং সামাজিক যে কোনো সচেতনতার জন্য রাইট টক বাংলাদেশ সব সময় কাজ করবে। ডেঙ্গু ও এডিশ মশা থেকে রেহাই পেতে সচেতনতা বাড়াতে হবে। আর্বজনা যেখানে-সেখানে ফেলা যাবে না। সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কর্মসূচিতে অংশ নেন রাইট টক বাংলাদেশের সদস্য রোহিত রওশন, মাহমুদুল হাসান সিয়াম, তানজিব লিটন, ফাহাদ, রাজিব, রাকিব হোসেন শাওন, ইসরাফিল, সোহাগ আলী, শেখ সাদী, রেদোয়ান খান, আরফাত, রাহাত, আব্দুল্লাহ, এনামুল, আলিফ প্রমুখ। 

এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়