ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদকে ঝুঁকে পড়ছে তরুণরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৯ জুন ২০২৪  
মাদকে ঝুঁকে পড়ছে তরুণরা

দেশে মাদকের বিস্তৃতি আজ ভয়াবহ রূপ লাভ করেছে। মাদক ধ্বংস করে দেয় ফুলের কতো কতগুলো মানুষের জীবন। মাদকাসক্তদের শীর্ষে দেশের তরুণ সমাজ। সর্বনাশা মাদকের মরণ ছোবলে আক্রান্ত তরুণ ও যুবসমাজ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে।

রোববার (৯ জুন) মুন্সিগঞ্জের শ্রীনগরের আলমপুরে অবস্থিত আন্তর্জাতিক মানের স্পেশালাইজড মাদকাসক্তি ও মানসিক হাসপাতাল আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এই তথ্য উঠে আসে।

কেন্দ্র সম্পর্কে তথ্য উপস্থাপনা করেন কেন্দ্রটির ম্যানেজার দীপক হাসদাক এবং সিনিয়র কাউন্সিলর আবু হাসান মন্ডল।

এ সময় প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি কেন্দ্রটির যাত্রা শুরু হয়। তবে ২০২৩ সালের ৮ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও বলা হয়, ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ১০৮ জন রোগী এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। যাদের মধ্যে প্রায় ৮০ ভাগ ছিল তরুণ।

এ সময় কেন্দ্রে চিকিৎসারত দুই জন রোগী তাদের মাদকনির্ভরশীল জীবন ও চিকিৎসারত জীবন সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি মাদকনির্ভরশীলতা ও মানসিক সমস্যাগ্রস্তদের জন্য প্রায় সাড়ে ৩ বছর যাবৎ সাফল্যের সাথে বিজ্ঞান ও প্রমাণভিত্তিক চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা কেন্দ্রটি সব আধুনিক সুযোগসুবিধার পাশাপাশি শীতাতাপ নিয়ন্ত্রিত। এছাড়াও বিশেষ সুবিধা হচ্ছে কেন্দ্রের সঙ্গেই অবস্থিত হেনা আহমেদ হাসপাতাল থেকে কেন্দ্রে চিকিৎসারত মাদকনির্ভরশীল ও মানসিক রোগীদের প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়