ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ আর নেই

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৪ জুন ২০২৪   আপডেট: ০৯:৫১, ১৪ জুন ২০২৪
নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ আর নেই

আব্দুর রশীদ| ছবি: ফেসবুক

নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন।

শুক্রবার (১৪ জুন) ভোরে  ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৭০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরোপ্রধান জুলহাস আলম।

শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে আব্দুর রশীদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, গত দুই মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন। 

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়