বায়তুল মোকাররমে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া

বায়তুল মোকাররম
দেশবাসীর মঙ্গল ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন।
এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আহত, নিহত ও বাস্তুচ্যুত হওয়াদের জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনায় দেশবাসীর সুস্থতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ঈমানি ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত, রাষ্ট্রপতির দীর্ঘ হায়াত ও রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, কবরবাসী সবার মাগফিরাত, বাবামার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন ইমাম সাহেব।
দোয়া ও মোনাজাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
/এএএম/এসবি/