ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৈত্রী এক্সপ্রেস চলবে আজ থেকে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৩ জুন ২০২৪   আপডেট: ০৮:২৯, ২৩ জুন ২০২৪
মৈত্রী এক্সপ্রেস চলবে আজ থেকে

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় তিনটি ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী ট্রেনটি আজ রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে।

গত ১৪ জুন থেকে মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিলো।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ ছিল। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল। ট্রেন দুইটি গত ২১ জুন থেকে চলাচল শুরু হয়।

ঈদযাত্রা শেষে আজ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে। ফলে আবারও বাংলাদেশ ভারতের মধ্যে পুরোদমে চালু হবে রেল যোগাযোগ।

উল্লেখ্য, মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরে যাতায়াত করে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়