ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্তর্জাতিক যুব ফোরামের অধিবেশন সম্প্রচার করলো ঢাকাস্থ রাশিয়ান হাউজ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৭ জুন ২০২৪   আপডেট: ১১:৩৭, ২৮ জুন ২০২৪
আন্তর্জাতিক যুব ফোরামের অধিবেশন সম্প্রচার করলো ঢাকাস্থ রাশিয়ান হাউজ

দ্বিতীয় আন্তর্জাতিক যুব নিউক্লিয়ার ফোরাম অবনিন্স্ক নিউ ২০২৪ এর কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে রোসাটম স্টেট কর্পোরেশনের তথ্য কেন্দ্রের সহযোগিতায় ‘ইনসপাওয়ার্ড বাই অ্যাটমস: আওয়ার ড্রিম ফর দ্য নেক্সট ৭০ ইয়ারস’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশন ঢাকাস্থ রাশিয়ান হাউজে অনুষ্ঠিত হয়েছে। 

অবনিন্স্ক দ্বিতীয় আন্তর্জাতিক যুব ফোরাম ‘নতুন’ (রাশিয়া) থেকে প্লেনারি সেশনটি বুধবার (২৬ জুন) সরাসরি সম্প্রচার করা হয়

এই অধিবেশনে রোসাটমের রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রধান আলেক্সি লিখাচোভ; পারমাণবিক কোম্পানির শীর্ষ ব্যবস্থাপক এবং ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলবাও ওয়াই লিওন সামা; আঞ্চলিক পরমাণু শিক্ষা নেটওয়ার্ক স্টার-নেটের নির্বাহী পরিচালক, রাশিয়ান ফেডারেশনের ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি এমইপিএইচআইয়ের অধ্যাপক আন্দ্রে কোসিলভ; রোসাটমের মানবসম্পদ উপ-মহাপরিচালক তাতিয়ানা তেরেন্তিয়েভা এবং রাশিয়ান ফেডারেশনের উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কোসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে বক্তারা বলেন, ৭০ বছর আগে বিশ্ব দেখেছে কীভাবে একটি স্বপ্ন সত্যি হয়েছে: প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎক্ষেপণের মাধ্যমে মানবজাতির কল্যাণে পারমাণবিক শক্তির শক্তি ব্যবহার করা হয়েছিল। পরমাণুর শক্তি এবং সম্ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানী, প্রকৌশলী, লেখক, শিল্পী, ডাক্তার, শিক্ষক এবং আরও অনেকে বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলকে অবদান রেখেছেন।

অংশগ্রহণকারীরা পারমাণবিক শক্তির ভবিষ্যৎ এবং পারমাণবিক পরিবারের পাশাপাশি পরবর্তী ৭০ বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে কীভাবে সাফল্য অর্জন করা যায় সে সম্পর্কে একচেটিয়া অন্তর্দৃষ্টি লাভ করেন।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়