ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান: সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৩ জুলাই ২০২৪   আপডেট: ১৭:৫৭, ৩ জুলাই ২০২৪
পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান: সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী’ উপলক্ষে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত ‘সুধী সমাবেশে’ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার বিকেল ৪টায় তিনি সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস উইং।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এই পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। পদ্মা সেতুর উদ্বোধনী আয়োজন যেখানে হয়েছিল, সেখানেই সমাপনী অনুষ্ঠান হবে।

গত দুই বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন চলাচল করেছে। ২৯ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৬৬১ কোটি টাকা। প্রতিদিন গড়ে যান চলাচল করেছে প্রায় ১৯ হাজার। প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা।

পারভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়