ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় বেলজিয়ামের বোর্দে ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২২:৪৭, ১৫ জুলাই ২০২৪
বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় বেলজিয়ামের বোর্দে ইনস্টিটিউটের সঙ্গে সমঝোতা

ব্রাসেলসের বিখ্যাত বোর্দে ক্যানসার ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের সমঝোতা স্মারক সই হয়েছে। এর মাধ্যমে ক্যানসার রোগের সেবার প্রদানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য যৌথ গবেষণা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন করবে দুই প্রতিষ্ঠান।

সোমবার (১৫ জুলাই) ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বাংলাদেশের পক্ষে সই করেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপপ্রধান ফ্রান্সিস দে ড্রি, চিফ মেডিক্যাল অফিসার জাঁ-মাইকেল হগারডি এবং ফিজিশিয়ান প্রধান ক্লো স্পিলিবোড হাসপাতালের পক্ষ থেকে সই করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছর ধরে এই সমঝোতা স্মারক সইয়ের জন্য বাংলাদেশ দূতাবাস ও হাসপাতালটি আলোচনা করছিল।

রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ জানান, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ক্যানসার চিকিৎসা ও গবেষণা কয়েক ধাপ এগিয়ে যাবে।

উপপ্রধান ফ্রান্সিস দে ড্রি জানান, তার দল বাংলাদেশের সঙ্গে সহযোগিতা শুরু করতে উন্মুখ হয়ে আছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোর্দে ক্যানসার ইনস্টিটিউট ৭৫ বছর ধরে শুধু ক্যানসার চিকিৎসা নিয়ে কাজ করছে। চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম পরিচালনা করে, যার মাধ্যমে বড় ধরনের আবিষ্কার করা সম্ভব হয়ে থাকে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়