ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলনে সহিংসতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তে অস্ট্রেলিয়ার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ২১:৫৫, ৩০ জুলাই ২০২৪
কোটা আন্দোলনে সহিংসতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তে অস্ট্রেলিয়ার আহ্বান

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হতাহতের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বার্তায় এ আহ্বান জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, দেশব্যাপী ঘোষিত শোক দিবসে আমরা বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় নিহত সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সমাবেশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারসহ সর্বজনীন মানবাধিকারের প্রতি অস্ট্রেলিয়া সমর্থন পুনর্ব্যক্ত করে।

অস্ট্রেলিয়া সাম্প্রতিক সহিংসতার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আইনের শাসন সমুন্নত রাখা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকারী অপরাধীদের স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেয় অস্ট্রেলিয়া।
 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়