ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা আন্দোলন: নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:৫৪, ৩ আগস্ট ২০২৪
কোটা আন্দোলন: নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ফাইল ফটো

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিদ্যমান পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশ ভ্রমণ না করার লেভেল-৪ নোটিস দিয়েছে দেশটি।

শনিবার (৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস নিরাপত্তা সতর্কীকরণ বার্তায় এ পরামর্শ দিয়েছে।

মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও জমায়েতের আহ্বান অব্যাহত রয়েছে। আগামী রোববার (৪ আগস্ট) থেকে ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের আহ্বানের বিষয়েও আমরা সচেতন। আগামী দিনে আরও প্রতিবাদ হতে পারে। বিক্ষোভের কারণে মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত। বিক্ষোভ এড়ানো ও যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অনিরাপদ বোধ করলে মার্কিন নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কথাও বিবেচনা করা উচিত। বর্তমানে বাংলাদেশ ভ্রমণ না করার লেভেল-৪ নোটিস দেওয়া হয়েছে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়