ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক দফা ঘোষণা করে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ২১:১১, ৩ আগস্ট ২০২৪
এক দফা ঘোষণা করে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

কেন্দ্রীয় শহিদ মিনারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন। 

ঘোষণাপত্র পাঠ শেষে রোববার অসহযোগে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা শহিদ মিনার ত্যাগ করে। কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এসে তারা শাহবাগ চত্বরে অবস্থান নেয়। এ সময় তারা সরকার পতনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, দুপুর ১টা ৩০ মিনিট থেকে শহিদ মিনারে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক দফা ঘোষণা করে তারা শহিদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়