ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫৩, ৪ আগস্ট ২০২৪
সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ

ছবি: মোস্তাফিজুর রহমান নাসিম

রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনকালে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির পর রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হলো। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন তথা কারফিউ বলবৎ করা হলো।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ-সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। একই দিনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়। এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। 

এর পর ধাপে ধাপে কারফিউ শিথিল করেছে সরকার। তবে, আজ সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ করা হলো।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়