ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০২, ৬ আগস্ট ২০২৪
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর সোমবার রাতে আবার ফ্লাইট ওঠা-নামা শুরু হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে তিনি জানান, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘণ্টা বন্ধ থাকবে। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ে কোনো বিমান ওঠা-নামা করবে না। টার্মিনালসহ সবকিছু বন্ধ থাকবে।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়