ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৫৩, ৮ আগস্ট ২০২৪
ঢাকায় পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার (৭ আগস্ট) প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হন তিনি।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অধ্যাপক ইউনূসকে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আরো পড়ুন:

সরকারপ্রধান হিসেবে আজ রাত ৮টায় শপথ নেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে। এছাড়া আজ রাতে সরকারের উপদেষ্টারা শপথ নেবেন বলেও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। 

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়