ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

পদোন্নতিবঞ্চিত আমলাদের দাবি শুনে শিগগিরই সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:০৮, ১২ আগস্ট ২০২৪
পদোন্নতিবঞ্চিত আমলাদের দাবি শুনে শিগগিরই সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীনে থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, পদোন্নতিবঞ্চিত আমলাদের দাবি শোনা হবে। দাবিগুলো শুনে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। 

সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বৈঠকের বিষয়ে জনপ্রশাসন সচিব বলেছেন, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

সচিব বলেন, গত কয়েক বছরে যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিল, সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে কাজ শুরু করেন, তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর এবং খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাত দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়