ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বাতিল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ৬ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৮, ৬ অক্টোবর ২০২৪
পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বাতিল

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (৬ অক্টোবর) রাষ্ট্রদূত পদে নিয়োগটি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। 

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে উপহাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। 

গত ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করে সরকার।

খাস্তগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া ও মামলা দায়েরের অভিযোগ রয়েছে। 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়