ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরাণীগঞ্জে ব্যাংক লুটের চেষ্টা: আত্মসমর্পণে যে শর্ত দেয় ডাকাতরা

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪
কেরাণীগঞ্জে ব্যাংক লুটের চেষ্টা: আত্মসমর্পণে যে শর্ত দেয় ডাকাতরা

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করা তিন ডাকাত নিরাপদে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত দিয়েছিল বলে খবর রয়েছে।

ঘটনাস্থলে থাকা ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য থেকে জানা যায়, ডাকাতরা ১৫ লাখ টাকা এবং পুরোপুরি নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তার শর্ত দিয়েছিল।

ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে তাদের শর্ত মেন নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আত্মসমর্পণ করে তিন ডাকাত। তাদের নিয়ে যায় যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে এবং বিকেল প্রায় ৫টা পর্যন্ত তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে রাখে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা ঘোষণা দেওয়া হলে আশেপাশের বহু মানুষ ব্যাংকের ওই শাখাটি ঘিরে ফেলে।

ব্যাংকে যখন ডাকাতরা হানা দেয়, তখন ব্যাংকের কাজেই বাইরে ছিলেন শাখাটির ম্যানেজার শেখর চন্দ্র। খবর পেয়ে শাখার নিচে রাস্তায় আসেন। সেখানে তিনি বলেন, “অফিসের কাজে বাহিরে ছিলাম। খবর পেয়ে এসে দেখি স্থানীয় জনতা ব্যাংকের বাইরে তালা দিয়ে রেখেছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, “ব্যাংকের ভেতরে অস্ত্রধারী তিনজন ডাকাত অবস্থান নেয়।”

ঢাকা/শিপন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়