ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে, আহত ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৪, ২০ ডিসেম্বর ২০২৪
উত্তরায় রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে, আহত ৭

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

রাজধানীর উত্তরায় লাভলীন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডে সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার ১২ নম্বরের সেক্টরে ওই রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেছেন, “আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

অগ্নিকাণ্ডের সময় ভবনের ওপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।

স্থানীয়রা জানিয়েছেন, লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ঢাকা/মাকসুদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়