ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহসান মঞ্জিলের দর্শনার্থীদের ‘মন খারাপ`

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৫ ডিসেম্বর ২০২৪  
আহসান মঞ্জিলের দর্শনার্থীদের ‘মন খারাপ`

ছুটির দিনের পুরান ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে এসে মন খারাপ দর্শনার্থীদের। মন খারাপ নিয়েই ফিরে যান তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ দৃশ্য দেখা গেছে।

বড়দিনের সরকারি ছুটির দিকে অনেকেই আহসান মঞ্জিলে পরিবার, বন্ধু-বান্ধবদের নিয়ে আসেন। এসে দেখেন দর্শনার্থীদের জন্য পরিদর্শন বন্ধ। অনেকে আকুতি মিনতি করেন ভেতরে প্রবেশের জন্য। কিন্তু দায়িত্বরত সদস্যরা তাদের ঢুকতে দেননি।

তবে কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়েছে দেয়ালে। সেখানে লেখা, ‘আগামি ২৫ ডিসেম্বর, ২০২৪ রোজ বুধবার (সরকারি ছুটি) আহসান মঞ্জিল জাদুঘর দর্শকদের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে।’

যদিও আহসান মঞ্জিলের সাপ্তাহিক ছুটি থাকে বৃহস্পতিবার। এমনটা ভেবেই দর্শনার্থীরা আহসান মঞ্জিলে এসেছিলেন বলে জানান অনেকে।

মালিবাগ থেকে পরিবার নিয়ে আহসান মঞ্জিলে ঘুরতে আসেন সালেহউদ্দিন। এসে দেখেন বন্ধ। এদিকে সেদিক হাঁটাহাঁটি করছেন। আনসার সদস্যদের অনুরোধ করছেন ভেতরে প্রবেশে। কিন্তু কাজ হয়নি।

সালেহউদ্দিন বলেন, ‘‘পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলাম ঘুরতে। কিন্তু জাদুঘর বন্ধ। মনটাই খারাপ হয়ে গেল।জানতাম তো সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। সরকারি ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলো খোলা রাখা হয়, দর্শনার্থীরা আসেন। এখানে হয়েছে উল্টোটা। সরকারি ছুটির দিনই বন্ধ রেখেছে।'’

আনিস রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘‘বাচ্চাদের নিয়ে এলাম। দেখি বন্ধ। এখন বাচ্চাদের মন খারাপ। দেখি অন্য কোথাও থেকে ঘুরিয়ে আনতে পারি কি না।”

দায়িত্বরত আনসার সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘‘সরকারি ছুটির দিনে জাদুঘর বন্ধ থাকে। আজও বন্ধ। আমাদের তো আর কিছু করার নেই। কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেয়।”

দেখা গেছে, অনেক দর্শনার্থী সেখানে কিছুটা সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তারা সেখান থেকে চলে যান। 

ঢাকা/মামুন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়