ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারের চেয়ে মানুষের শক্তি বেশি: প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩৮, ২ জানুয়ারি ২০২৫
সরকারের চেয়ে মানুষের শক্তি বেশি: প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকাথন ও জাতীয় সমাজসেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

সরকারের শক্তির চেয়ে মানুষের শক্তি বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওয়াকাথন ও জাতীয় সমাজসেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়...। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।”

তিনি বলেন, “প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।”

দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়