ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪৮, ৩ জানুয়ারি ২০২৫
‘অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব’ 

ফাইল ফটো

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বলেছেন, “রাজধানীসহ সারা দেশে অসহায় ও সুবধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলামনের ঈমানি দায়িত্ব।” 

শুক্রবার (৩ জানুয়ারি) বায়তুল মোকাররমে জুমার নামাজ-পূর্ব বয়ানে এ কথা বলেন তিনি। 

খতিব বলেন, “বর্তমানে সারা দেশে তীব্র শীতে অসংখ্য মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। বিশেষ করে, উত্তরাঞ্চলের গরিব মানুষ শীতে খুব কষ্টে আছেন। যে যার মতো করে শীতার্ত মানেুষরে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।”

পবিত্র জুমার নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। হাজার হাজার মুসল্লিকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করেন বায়তুল মোকাররমের খতিব।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টাগণসহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। 

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়