ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রকাশিত: ২১:০৭, ৩ জানুয়ারি ২০২৫  
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় দুই নারী নিহত

রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার (৩ জানুয়ারি) দুই নারী নিহত হয়েছেন। একজন মারা গেছেন হাজারীবাগে। অন্যজন বাংলামোটরে।

হাজারীবাগে নিহত নারীর নাম মোছা. একা (২০)। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন। এই ঘটনায় মোটরসাইকেলের চালক বিপ্লব হোসেন ইকবাল (৩৮) আহত হয়েছেন।

আরো পড়ুন:

শুক্রবার সকালে হাজারীবাগের বছিলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, একা কেরাণীগঞ্জের মালঞ্চ এলাকার স্থায়ী বাসিন্দা। ভোরে রংপুর থেকে ঢাকায় আসেন। গাবতলী থেকে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোরহাব হোসেন গণমাধ্যমকে বলেন, “রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে একা বাসায় ফিরছিলেন। বছিলা ব্রিজের ঢালে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। সেখানে চালক ইকবাল ও একা পড়ে ছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক একাকে মৃত ঘোষণা করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

চালক বিপ্লব হোসেন ইকবাল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। কিন্তু তিনি সেখানে ভর্তি হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর কনকর্ড টাওয়ার সামনে অজ্ঞাতনামা এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৪৫)।

বিষয়টি জানিয়েছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল।

তিনি বলেন, “শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর কনকর্ড টাওয়ারের সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ভিক্ষা করতেন। এছাড়া তার মাথায় কিছুটা সমস্যাও রয়েছে। তার পরিচয় নির্ণয়ের জন্য সিআইডি ক্রাইম সিনের প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়