যাত্রীর সঙ্গে হাতাহাতি
বিমানবন্দর থেকে সরানো হলো দুই নিরাপত্তাকর্মীকে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রক্তাক্ত হওয়ার ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছে। তদন্তের ভিত্তিতে দুই নিরাপত্তাকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরো তদন্ত হবে।’’
মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘‘নিরাপত্তাকর্মীরা যথেষ্ট পোলাইট (নম্র) ছিলেন, তবে তাদের আরো পোলাইট হতে হবে। যাত্রীদেরও আরো সহনশীল আচরণ করতে হবে।’’
উল্লেখ্য, গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনের সঙ্গে নিরাপত্তাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রক্তাক্ত হন সাঈদ উদ্দিন।
ঢাকা/হাসান/রাজীব