ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ সদস্যের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর : আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২১ জানুয়ারি ২০২৫  
৬ সদস্যের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর : আইএসপিআর

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে পাকিস্তান সফর করেছেন ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল।

সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধি দল ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন।

এ সময় প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।  

সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশা প্রকাশ করেন।

ঢাকা/হাসান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়