ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় আসেনি: ইসি আনোয়ারুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় আসেনি: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

জেলা প্রশাসক সম্মেলনে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যার সেশনে নির্বাচন কমিশন অংশ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় এখনো আসেনি। সময়ই বলে দেবে, আমরা কী করব।’’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ইসি আনোয়ারুল বলেন, ‘‘মাঠ প্রশাসনের হাতেই থাকে নির্বাচনের দায়িত্ব। একটি উত্তম নির্বাচন করতে চাই, যে কোনো মূল্যে যেন এটা করা হয়, সেই বার্তা ডিসিদের দেওয়া হবে।’’

নির্বাচন কমিশনার বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসন কোনো পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না, জেলা প্রশাসকদের সম্মেলনে এমন বার্তা দেবে নির্বাচন কমিশন।’’

তিনি আরো বলেন, ‘‘জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। জাতীয় সংসদের সীমানা পুনঃনির্ধারণ এর বিষয়টি জটিল প্রক্রিয়া।’’

আইন সংশোধনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে জানিয়ে এই কমিশনার বলেন, ‘‘জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনঃনির্ধারণ করতে গেলে কোনো আসনই ঠিক রাখা যাবে না।’’
 

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়