ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: কাজ করেনি ভবনটির ফায়ার সেফটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: কাজ করেনি ভবনটির ফায়ার সেফটি

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও তা সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ আসার পর ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।

তিনি বলেন, ‘‘ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। ঝুঁকি বিবেচনায় ১৪টি ইউনিট আনা হয়। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’’

ছালেহ উদ্দিন বলেন, ‘‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেল্টিনেশনে খুব সমস্যা ছিল। ভবনটির ছয়তলায় ঢাকা রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন উপরে যায় এবং ছড়িয়ে পড়ে।’’

তিনি বলেন, ‘‘আগুনের মাত্রা উপরে ছিল কম, তবে ধোঁয়া ছিল প্রচুর। ভেল্টিনেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেন। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগ্নিনির্বাপণ করেন।’’

বারবার কেন জামান টাওয়ারে অগ্নিকাণ্ড? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছালেহ উদ্দিন বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

আজকের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‘১০ তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’’

ঢাকা/রায়হান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়