ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত

প্রকাশিত: ২২:১৭, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৩৪, ২৬ এপ্রিল ২০২৫
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত

ফাইল ফটো

রাজধানীর উত্তরায় রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নবদম্পতি নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোর্টবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুম মিয়া (২৫) ও ইতি খাতুন (১৯)।

আরো পড়ুন:

মুমূর্ষু অবস্থায় মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থলেই মারা যান ইতি।

মাসুম মিয়াকে হাসপাতালে নিয়ে আসা শুভ নামে নামের এক ব্যক্তি জানান, উত্তরা পূর্ব থানার আট নম্বর সেক্টরের শেষ মাথায় রেল ক্রসিংয়ে তারা রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সেলফি তুলছিলন। এ সময় একটি ট্রেন ঢাকার দিকে এবং একটি ট্রেন টঙ্গীর দিকে যাচ্ছিল। ওই ট্রেন দুটি সন্ধ্যা ৬টার দিকে ক্রসিং করার সময় টঙ্গীগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইতি মারা যান। আর গুরুতর আহত অবস্থায় মাসুম মিয়াকে প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই নবদম্পতি। তখন কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী। আর পথচারীরা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, নববধূর মরদেহ ঘটনাস্থল থেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাসুম মিয়ার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার পরিবার এলে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, কয়েকদিন আগে তারা প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। মাসুম মিয়ার বাড়ি নেত্রকোনা এলাকায় এবং ইতির বাড়ি ময়মনসিংহ এলাকায়। তারা দুজনে ঢাকায় এসে বিয়ে করে এবং দক্ষিণখান থানা এলাকায় ভাড়া থাকত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী মাসুম মিয়া নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়