ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পররাষ্ট্র উপদেষ্টা

ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ভূমিকায় থাকবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:৩৫, ২৭ এপ্রিল ২০২৫
ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ভূমিকায় থাকবে বাংলাদেশ

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা চলমান সমস্যার সমাধান করুক।”

এই দুই দেশের সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব বাংলাদেশ বিবেচনায় নেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। আমরা জানি যে, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন সংঘাতময় সম্পর্ক চলছে। আমরা চাই না এখানে কোনো সংঘাত সৃষ্টি হোক, যা এই অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়।”

তৌহিদ হোসেন বলেন, “ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা এই সমস্যার সমাধান করুক। আমরা দেখেছি, দু-একটা দেশ থেকে ইতোমধ্যেই মধ্যস্থতারও প্রস্তাব এসেছে। এখন আলাপ-আলোচনা হোক, মধ্যস্থতা হোক, যেভাবেই হোক এই সংকটের সমাধান হোক।”

বাংলাদেশ এই সংকটের সমাধান করতে আগ্রহী কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা মধ্যস্থতার প্রস্তাব পেলে ভেবে দেখব, তবে আগ বাড়িয়ে কিছু করতে আগ্রহী নয়।”

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে দেশে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন। তবে এর ফলে যদি ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে সরকার তা মোকাবিলায় পদক্ষেপ নেবে বলে জানান উপদেষ্টা।

সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ ঘটনার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত। তবে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এর জেরে উভয় দেশই বাণিজ্য স্থগিত, চুক্তি বাতিলসহ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো জানান, বৈধ ভিসাধারী বাংলাদেশিদের ভারতে আটকের বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি এবং দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকেও এমন কোনো তথ্য জানানো হয়নি। তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি প্রয়োজন না থাকলে এমন পরিস্থিতিতে ভারত ভ্রমণ না করাই উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “আমরা নিজেদের স্বার্থেই যা যা প্রয়োজন, তা করব। প্রয়োজনে আরাকান আর্মির সাথেও যোগাযোগ করব।”

তিনি আরো বলেন, “কাতারে সামিটে অংশ নিতেই মূলত কাতার সফর করেছেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এছাড়াও কমিউনিটি মিটিং ও অনেকগুলো অফিসিয়াল মিটিং হয়েছে।”

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়