ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অন্তর্বর্তী সরকারের সময় লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ১ মে ২০২৫   আপডেট: ১২:৫৮, ১ মে ২০২৫
‘অন্তর্বর্তী সরকারের সময় লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

অন্তর্বর্তী সরকারের সময় লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মহান মে দিবস উপলক্ষে বৃহস্প‌তিবার এক বিবৃ‌তি‌তে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। 

জি এম কাদের বলেন, “মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে দৃপ্ত শপথের দিন। এই দিবস শোষকের রক্ষচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়।  নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা। সাহসের সঙ্গে সত্যের পথে অবিচল থাকতে শেখায়।”

তিনি ব‌লেন, “মহান মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। মে দিবস তাদের প্রতিরোধ করতে শেখায়, যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে।”

বর্তমানে দেশে শ্রমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপিড়িত হ‌চ্ছে উদ্বেগ প্রকাশ ক‌রে দল‌টির চেয়ারম‌্যান ব‌লেন, “অন্তর্বর্তী সরকারের অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছে। আরো অসংখ‌্য শ্রমিক বেকার হওয়ার আশঙ্কায়, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। অনেক চাকরিচ্যুত শ্রমিক তাদের বকেয়া পাওনা থেকে বঞ্চিত।” 

চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া পাওনাসহ তাদের পুনর্বাসন ও বন্ধ মিল কারখানা চালুর দাবি জানিয়েছেন তি‌নি। একইসঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়