ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ২১:১৪, ৩ মে ২০২৫  
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত (১৪) বছরের এক কিশোর আহত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেলে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত কিশোরকে নিয়ে আসা পথচারী মো. শাকিল বলেন, ‘দুপুরের দিকে খিলক্ষেত রেললাইনে মানুষের ভিড় দেখে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানতে পারি, ট্রেনের ধাক্কায় আহত হয়েছে। সেখান থেকে একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বিকেল পৌনে ৩টার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আহত কিশোরকে পথচারীরা ঢামেক হাসপাতালে ভর্তি করেছে। নিহত যুবক ও আহত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক। তার সিটি স্কিন করানো হয়েছে। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।”

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়