তিন দিন না যেতেই ফের কমল স্বর্ণের দাম
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

এক মাসে চতুর্থ দফায় দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ফাইল ছবি
তিন দিন না যেতেই আবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; কমেছে দাম, যা শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে। এখন প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ৪৫২ টাকা কমে বিক্রি হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে ১২ মে (সোমবার) রাতে বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম কমানোর তথ্য দিয়েছিল সমিতি।
বৃহস্পতিবার (১৫ মে) প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকায় বেচাকেনা হয়েছে।
২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠার পর ৮, ১০ ও ১২ মে দাম কমার ঘোষণা আসে।
বৃহস্পতিবার রাতে দাম কমিয়ে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় ভরিপ্রতি মূল্য কমানো হয়েছে। নতুন দাম শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হবে।
২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা ধরা হয়েছে, যা শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে।
দেশের বাজারে স্বর্ণের মূল্য কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
বাজুসের তথ্য অনুয়াযী, ভরিপ্রতি ২২ ক্যারেটের রুপার দর ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরিপ্রতি দর ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।
গত ২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম ওঠে সর্বোচ্চ, সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ৫ হাজার ৩৪২ টাকা। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়।
তবে ১০ মে দেশের বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম কমে হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। তার পরদির ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে বাজুজের পক্ষ থেকে।
চলতি বছর ৩২ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যেখানে দাম বাড়ানো হয়েছে ২১ বার, আর কমেছে মাত্র ১১ বার। ২০২৪ সালে দেশের বাজারে ৬২ বার দাম সমন্বয় করা হয়। তার মধ্যে দাম বৃদ্ধি করা হয় ৩৫ বার, তবে হ্রাস করা হয় ২৭ বার।
ঢাকা/এনএফ/রাসেল