ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন সিদ্ধ চাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৫ ডিসেম্বর ২০২৫  
ভারত থেকে আমদানি হচ্ছে ৫০ হাজার টন সিদ্ধ চাল

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চালের প্রতি কেজি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা ৯৮ পয়সা।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আরো পড়ুন:

বৈঠক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উৎস থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর অংশ হিসেবে সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং বিতরণ ব্যবস্থা সচল রাখতে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়।

এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে সব কটি প্রস্তাবই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানটি প্রতি মেট্রিক টন চাল সরবরাহ করবে ৩৫১ দশমিক ১১ মার্কিন ডলারে।

এই হিসাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়