আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সচিবদের বৈঠক শুরু
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে কমিটির অন্য সদস্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিবসহ আরো কয়েকজন সচিব উপস্থিত রয়েছেন। আন্দোলনকারীদের পক্ষে অংশ নেন নুরুল ইসলাম, বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা।
সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২৭ মে) সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। গত শনিবার (২৪ মে) থেকে শুরু হয় তাদের এই আন্দোলন।
ঢাকা/এএএম/এসবি