ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দল

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৩ জুলাই ২০২৫  
ঢাকায় পৌঁছেছে ভারতীয় চিকিৎসক দল

মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে একটি বিশেষায়িত ভারতীয় চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

দলটি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত। এই দুইটি হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

আরো পড়ুন:

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানায়, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার দ্রুত এই চিকিৎসক দল পাঠায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে উভয় দেশ। এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায়  মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা/হাসান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়