ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফেলানী অ্যাভিনিউ’ উন্মোচন

বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: উপদেষ্টা আদিলুর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়: উপদেষ্টা আদিলুর

‘ফেলানী অ্যাভিনিউ’ উন্মোচন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায়। আমাদের বোন ফেলানী কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় নির্মমভাবে প্রাণ হারিয়েছিল। তার সঙ্গে কি ধরনের নিষ্ঠুরতা করা হয়েছিল, তা প্রতিদিন স্মরণ করিয়ে দিতেই এই সড়কের নামকরণ করা হয়েছে।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত অনুষ্ঠানে গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ‘ফেলানী অ্যাভিনিউ’ হিসেবে নামফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তিনি বলেন, “একই সঙ্গে আমরা বিশ্বের বিবেকের কাছে তুলে ধরতে চাই বাংলাদেশের সীমান্তে আজও সীমান্ত হত্যার মতো একটি জঘন্য বাস্তবতা বিরাজ করছে। এই অমানবিক পরিস্থিতির অবসান চায় বলেই বর্তমান সরকার বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে ফেলানীর নামে সড়কের নামকরণ করেছে।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “ফেলানী হত্যাকাণ্ড নিছক একটি হত্যা নয়, এটি একটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।”

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “দেশ হিসেবে মাথা উঁচু করে নিজেদের সম্মান ও প্রতিবাদের প্রতীক হিসেবেই ফেলানীর নামে এই সড়কের নামকরণ করা হয়েছে।”

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়