ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১৮:৩৮, ২৮ আগস্ট ২০২৫  
রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৩৬) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ইব্রাহিম কিশোরগঞ্জের বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মৃত ওয়াসি উদ্দিনের ছেলে। কামরাঙ্গীরচরের আলীনগরে ভাড়া থাকতেন।

নিহতের শ্যালক আক্তার হোসেন জানান, আমার ভগ্নিপতি রাজমিস্ত্রির কাজ করতেন।আজ বিকেলের দিকে কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়