ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন এমন তথ্য জানা নেই: আসিফ নজরুল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৫
প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন এমন তথ্য জানা নেই: আসিফ নজরুল

ফাইল ফটো

সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

আরো পড়ুন:

সেনাপ্রধান প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা ক‌রে‌ছেন এ বিষয়ে জান‌তে চাইলে আসিফ নজরুল বলেন, “সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন- এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি দু-একটি পত্রিকায় দেখেছি। অনলাইনে এটি নিয়ে নানা গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটি হচ্ছে আমার বক্তব্য।”

এটা কি তাহলে গুজব- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আমি তো এখন পর্যন্ত কিছু জানি না।”

উপদেষ্টা বলেন, “সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। আমি মনে করি না, এতে বিচলিত হওয়ার মতো কিছু আছে।”

জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কিছু হচ্ছে কি না—এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, “আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।”

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়