ক্লাব ডি মাদ্রিদে প্রধান উপদেষ্টাকে যোগদানের আমন্ত্রণ
বুধবার নিউইয়র্কে একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ক্লাব ডি মাদ্রিদের প্রেসিডেন্ট
ক্লাব ডি মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সংগঠনের সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণ কার্যক্রমে অধ্যাপক ইউনূসের অগ্রণী ভূমিকার প্রশংসা করে বলেন, “আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা সম্মানিত হবো। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।”
বাংলাদেশে সাম্প্রতিক জুলাই বিদ্রোহ প্রসঙ্গে তিনি বলেন, “এই আন্দোলন বিশ্বকে বিস্মিত করেছে।”
তিনি আরো বলেন, “বৈশ্বিক নেতাদের এ ধরনের রূপান্তর আরো গভীরভাবে বোঝা জরুরি।” পাশাপাশি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চার প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।
প্রধান উপদেষ্টা আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে নেতৃত্ব দেবো তা খুঁজে নিচ্ছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল থাকা।”
সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের নিয়ে গঠিত বৈশ্বিক সংগঠন ক্লাব ডি মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম হিসেবে গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা শক্তিশালী করার কাজে ভূমিকা রাখছে।
২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের সদর দপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে। এখন শতাধিক সাবেক রাষ্ট্রনেতা যুক্ত আছেন এতে। সক্রিয় রাজনীতির বাইরে থেকেও তারা তাদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব ব্যবহার করে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় সহায়তা দেন।
বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
ঢাকা/ইভা