ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজারবাইজা‌নের সামাজিক সুরক্ষামন্ত্রীর সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:২৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫
আজারবাইজা‌নের সামাজিক সুরক্ষামন্ত্রীর সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক

আজারবাইজানের সামাজিক সুরক্ষামন্ত্রী আনার আলিয়েভের সঙ্গে বুধবার বৈঠক করেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়

আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষামন্ত্রী আনার আলিয়েভের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে এই দ্বিপাক্ষিক বৈঠক‌টি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

বৈঠকে শ্রম উপদেষ্টা, আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।

ড. এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক নিতে আজারবাইজানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান। শ্রম খাতে কারিগরি সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আনার আলিয়েভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজারবাইজানের মন্ত্রী দুই দেশের মধ‍্যে শ্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ‍্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন, যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকতে পারেন। তিনি ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়