ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:১১, ২৮ সেপ্টেম্বর ২০২৫
এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপ‌দেষ্টা

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। কিছুসংখ্যক ফ্যাসিস্টের দোসর শঙ্কার কথা বলছে। আমি ইতোমধ্যে অনেকগুলো পূজামণ্ডপ পরিদর্শন করেছি। আশা কর‌ছি, এবার দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”

ফ্যাসিস্টের দোসররা দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব সৃষ্টির চেষ্টা করছে জা‌নি‌য়ে তিনি বলেন, “প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের দোসররা ইউটিউব-ফেসবুকে মিথ্যা সংবাদ দিচ্ছে। সাংবাদিকদেরকে এসবের প্রতিবাদ করে প্রকৃত তথ্য সবার সামনে তুলে ধরতে হবে।”

পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের অপপ্রচার কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ মনে করছেন কি না জানতে চাইলে তিনি বলেন,“এই চ্যালেঞ্জ মোকাবিলা সবচেয়ে বেশি আপনারা (সাংবাদিক) করতে পারেন। আমাদের থেকে এ ক্ষেত্রে আপনাদের শক্তি আরো বেশি। আমি অনুরোধ করব এটা আপনারা মোকাবিলা করবেন।”

সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“যে ঘটনাই ঘটে আপনারা সঠিক সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সঠিক সংবাদ পরিবেশনে এরই মধ্যে দেশবাসী উপকৃত হয়েছে। না হলে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টদের কিছু দোসর সব সময় একটা মিথ্যা সংবাদ ইউটিউব, ফেসবুকে দিয়ে দেয়।এগুলোর প্রতিবাদ করে প্রকৃত তথ্য আপনারা (সাংবাদিক) সবার সামনে তুলে ধরবেন।”

বৈঠ‌কের আলোচ্য বিষয় জা‌নি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, “আজ‌কের কোর সভায় সা‌র্বিক আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। পার্বত‌্য চট্টগ্রা‌মের বর্তমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। চলমান পূজা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। রাকসু ও চাকসু নি‌য়ে, আসন্ন জাতীয় নির্বাচন নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। মিয়ানমার সীমান্ত বি‌শেষ ক‌রে মাদক নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়